আখলাছ আহমেদ প্রিয়, হবিগঞ্জ

  ০১ এপ্রিল, ২০২৩

হবিগঞ্জে বেহাল সড়কে ভোগান্তি

হবিগঞ্জের বাহুবল উপজেলার কটিয়াদি থেকে নন্দনপুর-জাঙ্গালিয়া সড়কের বিভিন্ন স্থানে পিচ ও কংক্রিট উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। তাছাড়া সড়কের একাধিক অংশ পরিণত হয়েছে কাদা মাটিতে। এতে চরম দুর্ভোগে পড়েছেন লামাতাসি ইউনিয়নেরসহ উপজেলার লাখো মানুষ।

তাছাড়া নন্দনপুর থেকে করেরগাঁও সড়কেরও একই অবস্থা। প্রায় চার কিলোমিটার সড়কের বিভিন্ন অংশ ভেঙে খানাখন্দে পরিণত হয়েছে। যে কারণে যানবাহন চলাচলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

যদিও শিগগিরি সড়কের সংস্কার করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী মো. রাকিব হাসান। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই সড়কের সংস্কার কাজ করার চেষ্টা করা হচ্ছে। গত সপ্তাহে কাজের বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ আসা মাত্রই সড়ক মেরামতের কাজ শুরু করা হবে।’

সরেজমিন দেখা যায়, উপজেলার কটিয়াদি থেকে নন্দনপুর ও জাঙ্গালিয়া হয়ে উপজেলা সদরে যাতায়াত করছেন এলাকাবাসী। তাছাড়া নন্দনপুর বাজারে রয়েছে লামাতাসি ইউনিয়ন পরিষদের কার্যালয়। এতে ওই ইউনিয়নবাসী ও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ প্রতিদিন হাজার হাজার মানুষ ওই সড়ক দিয়ে চলাচল করছেন। প্রায় আট কিলোমিটার সড়কের একাধিক অংশে রয়েছে ছোট-বড় গর্ত। যানবাহনের চাপে অনেক এলাকায় সড়কের দুই পাশ ভেঙে গেছে। আবার বিভিন্ন অংশে ইট-কংক্রিট উঠে কাদায় পরিণত হয়েছে। ফলে সামান্য বৃষ্টি হলেই খানাখন্দে পানি জমে থাকে। এতে যানবাহন চলাচল বিপজ্জনক হয়ে উঠছে। প্রতিদিনই সড়কটিতে ঘটছে দুর্ঘটনা।

স্থানীয়দের দাবি, প্রায় দুই থেকে তিন বছর ধরে সড়কটি এমন অবস্থায় রয়েছে। দ্রুত সময়ের মধ্যে সংস্কার না হলে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।

ভাতকাটিয়া গ্রামের সৈয়দ হাবিবুর রহমান বলেন, ‘সড়কের গর্ত থাকায় পানি জমে থাকে। এতে ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল করে। প্রায় সময়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ।’

ইফতেখার আহমেদ নিহাদ নামে এক শিক্ষার্থী বলেন, ‘প্রতিদিন কটিয়াদি বাজার হয়ে স্কুলে ও কোচিংয়ে যেতে হয়। সড়কের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে। এতে খুব ভয় করে। তারপরও বাধ্য হয়ে চলাচল করছি।’

স্থানীয় কাজীহাটা গ্রামের বাসিন্দা নুরুল হাসান পাহেল বলেন, ‘সড়কের পাশে মানব কল্যাণ উচ্চ বিদ্যালয়, দি হলি চাইন্ড কেজি অ্যান্ড হাইস্কুল ও দি রাইজিং স্টার কেজি অ্যান্ড হাইস্কুল রয়েছে। এতে প্রতিদিন স্থানীয় শিক্ষার্থীর ওই সড়ক দিয়ে চলাচল করেন। ভাতকাটিয়া থেকে কটিয়াদি পর্যন্ত সড়কের অবস্থা একেবারে অনুপযুক্ত হয়ে পড়েছে।’

এ ব্যাপারে লামাতাসি ইউনিয়নের চেয়ারম্যান আ. ক. ম উস্তার মিয়া তালুকদার প্রতিদিনের সংবাদকে বলেন, ‘কটিয়াদি-নন্দনপুর সড়ক দিয়ে যাতায়াত করতে গেলে আতঙ্ক সৃষ্টি হয়। সড়কটির অবস্থা খুবই নাজুক। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য শাহ নওয়াজ গাজী মিলাদ ও উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি। উপজেলার সমন্বয় সভায় কয়েকবার উত্থাপন করেছি। এতে উপজেলা প্রকৌশলী সংস্কারের আশ্বাস দিলেও কোনো কাজ হচ্ছে না। এতে দুর্ভোগ বাড়ছেই।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close