পাবনা প্রতিনিধি
৩১ মার্চ, ২০২৩
সাঁথিয়ায় জলাতঙ্কে বৃদ্ধের মৃত্যু
পকুকুরের কামড়ে আহত হওয়ার কয়েক দিনের মধ্যে পাবনার সাঁথিয়ায় খবির উদ্দিন মোল্লা (৬০) নামে এক ব্যক্তি জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোরে তিনি মারা যান। খবির উদ্দিন উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের পুরাচর গ্রামের ফয়েজ উদ্দিন মোল্লার ছেলে। এর আগে খবির উদ্দিনের শ্যালক একই গ্রামের আব্দুল হাই ৩ মার্চ জলাতঙ্কে মারা যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, খবির উদ্দিনের দুই পা অবস হয়ে যাওয়া, কিছুই খেতে না পারা, পানি দেখলে ভয় পাওয়া এবং অতিরিক্ত লালা ক্ষরণ উপসর্গ নিয়ে শনিবার (২৫ মার্চ) রাতে সাঁথিয়া হাসপতালে ভর্তি হন। এরপর রোগীর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করেন চিকিৎসক। বিষয়টি নিশ্চিত করেন সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডা. মামুন আব্দুল্লাহ।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন