আজাদ হোসেন, চুয়াডাঙ্গা

  ২৯ মার্চ, ২০২৩

চুয়াডাঙ্গায় বিএনপির ১৭ নেতাকর্মী কারাগারে

চুয়াডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জেলা কৃষক দলের আহ্বায়কসহ বিএনপির ১৭ নেতাকর্মীর উচ্চ আদালতের দেওয়া জামিন না মঞ্জুর করেছেন জেলা জজ আদালতের বিচারক জিয়া হায়দার। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে ওই মামলায় বিএনপির ১৭ নেতাকর্মী আদালতে জামিন শুনানির জন্য হাজির হয়েছিলেন। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক। আসামিপক্ষের আইনজীবী এম এম শাহাজাহান মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ জানা যায়, ৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দশমী গ্রামের খেলার মাঠ থেকে পুলিশ ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। ওই সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দশমী গ্রামের ইউনিয়ন পরিষদের সামনের ফুটবল মাঠে কিছু দুষ্কৃতিকারী সরকারবিরোধী কর্মকাণ্ড করার লক্ষ্যে তাদের হেফাজতে বিস্ফোরক দ্রব্য বোমা রেখে জীবন ও সম্পত্তির ক্ষতি সাধন করার উদ্দেশ্যে অবস্থান করছিল। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের নামে দামুড়হুদা মডেল থানায় মামলা হয়।

কারাগারে পাঠানো বিএনপি নেতাকর্মীরা হলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাশেম, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, উপজেলা বিএনপির যুগ্মণ্ডসাধারণ সম্পাদক মন্টু মিয়া, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুব আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, একই ইউনিয়ন বিএনপির সদস্য সুমন ও রফিক এবং নাটুদহ ইউনিয়ন বিএনপি নেতা ওসমান গনি, নাটুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন ও দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন।

বিচারকের দেওয়া আদেশের পর কোঠর নিরাপত্তার মধ্য দিয়ে বিচারপ্রার্থী ১৭ জন বিএনপির নেতাকর্মীকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close