মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

  ২৬ মার্চ, ২০২৩

কুড়ুঁক্ষ মাতৃভাষাভিত্তিক শিক্ষাকেন্দ্র উদ্বোধন

রংপুরের মিঠাপুকুর উপজেলা এস আই এল ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংস্থার আয়োজনে কুড়ুঁক্ষ মাতৃভাষাভিত্তিক শিক্ষাকেন্দ্র উদ্বোধন করা হয়। শনিবার (২৫ মার্চ) শিক্ষাকেন্দ্রের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীপুকুর ইউপি চেয়ারম্যান আবু ফরাদ(পুটু), ইউপি সদস্য শফিকুল ইসলাম (বাবু),আদিবাসী নেতা গোলাপ বাড়া, মি. আব্রাহাম এল এক্কা, ওরাঁও কুড়ুক্ষ ভাষাগোষ্ঠীর আহবায়ক, মি. রেমিশ কেরকেটা, ওরাঁ কুড়ুক্ষ জাতিগোষ্ঠীর লেখক মি. রনি খালকো, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংস্থার রংপুর জেলার এরিয়া ম্যানেজার মি. রনজিত কেরকেটা এছাড়াও বিভিন্ন চার্চের পাস্টরগণ সহ এলাকার কুড়ুঁক্ষ জাতিগোষ্ঠী উপস্থিত ছিলেন।

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০০০ সাল থেকে বিভিন্ন জনগোষ্ঠীর নিজস্ব বর্ণমালা বা লিখিতরীতি নেই তাদের নিয়ে কাজ করে থাকে। সংস্থাটি বর্ণমালা বা লিখিতরীতি উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন প্রশিক্ষণ, বয়স্ক সাক্ষরতা, স্বাস্থ্য বিষয়ক

প্রশিক্ষণ সচেতনতা বৃদ্ধি ছাড়াও এই গোষ্ঠীর সঙ্গে ২০১৫ সাল থেকে উন্নয়নমূলক কাজ করে আসছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close