নারায়ণগঞ্জ প্রতিনিধি
মাছের সঙ্গে শত্রুতা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পূর্ব শত্রুতার জের ধরে এক মৎস্য চাষির পুকুরে বিষ দিয়ে ৪০ থেকে ৪৫ মণ মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর কালিয়াভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী সুমন প্রধান জানান, আট মাস আগে তিনি পূর্ব বেহাকৈর কালিয়াভিটা গ্রামের সাত বিঘা জমির একটি পুকুরে বিভিন্ন জাতের ২৫ মণ মাছের পোনা ছাড়েন। সব মিলিয়ে তার পুকুরে ১০০ থেকে ১২০ মণ মাছ ছিল। কিছু দিনের মধ্যে মাছগুলো বিক্রি করার কথা ছিল। সুমন প্রধান অভিযোগ করেন, বেশ কয়েকদিন ধরে পূর্ব বেহাকৈর কালিয়াভিটার জমির আলী মাস্টারের ছেলে হুমায়ুনের সঙ্গে বিরোধ চলছে তার। তবে হুমায়ুন বলেন, আমরা এ কাজ করিনি। আমরা করলাম নাকি তৃতীয় পক্ষ করল, তদন্ত করে দেখেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী লিখিত অভিযোগ দিয়েছেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
"