জুয়েল রানা লিটন, নোয়াখালী
২৪ মার্চ, ২০২৩
‘উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন’
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ মো. জাহাঙ্গীর আলম বলেছেন, ‘বর্তমান সরকারের সময়ে সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। সাংবাদিকরা সরকারের ধারাবাহিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে খুশি। দেশের উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। সাংবাদিকদেরও সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে হবে।’
বৃগস্পতিবার বিকালে নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদ প্রাঙ্গণে রহমত উল্যাহ ও আজিজা ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন