ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
ভাণ্ডারিয়ায় ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার একজন

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় একটি বাস থেকে ৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় দুলাল মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত সোমবার রাতে উপজেলায় বটতলা থেকে দুলাল মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়। তার বাড়ি সিলেটের বোয়ালিয়া উপজেলার দক্ষিণ প্রতাপপুর গ্রামে। এ সময় চট্টগ্রাম থেকে ভাণ্ডারিয়াগামী জেবি পরিবহনের একটি বাসে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা বহন করছিলেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুলাল মিয়া যাত্রীবেশে চট্টগ্রাম থেকে জেবি পরিবহনে করে ভাণ্ডারিয়ায় আসে। গোপন সংবাদের ভিত্তিতে থানা ও ডিবি পুলিশ পথিমধ্যে উপজেলার বটতলা নামক স্থানে বাসের গতিরোধ করে তল্লাশি চালিয়ে কচটেপ মোড়ানো দুটি পোঁটলায় ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ জেবি পরিবহনের ওই বাসটিকেও জব্দ করে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাণ্ডারিয়া থানায় একটি মামলা করেছেন। গ্রেপ্তার দুলাল মিয়াকে মঙ্গলবার পিরোজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
"