সিরাজগঞ্জ প্রতিনিধি

  ২১ মার্চ, ২০২৩

জাটকা সংরক্ষণ অভিযান আটক চার

যমুনা নদীতে জাটকা সংরক্ষণ অভিযানে চারজন জেলেকে আটক করে জরিমানা ও জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

রবিবার (১৯ মার্চ) দিনব্যাপী যমুনা নদীর সিরাজগঞ্জ সদর অংশে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টের মাধ্যমে চার জেলে, ৬৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৪ কেজি জাটকা মাছ আটক করা হয়। এজন্য আটক চারজনকে এক হাজার টাকা করে চার হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এর নেতৃত্ব দেন সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রকিবুল হাসান।

অভিযানে সহযোগিতায় ছিলেন সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। এর জব্দ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস ও জাটকা দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন নৌ-পুলিশ সিরাজগঞ্জের ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান, সিরাজগঞ্জ সদরের সহকারী মৎস্য কর্মকর্তা মো. আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারী মো. গোলাম রাব্বী, ক্ষেত্র সহকারী (এনএটিপি-২) মোঃ আলিফ হোসেন উপস্থিত ছিলেন ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close