বদরুল আলম নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ)

  ২০ মার্চ, ২০২৩

প্রাণ ফিরেছে কটিয়াদী শিল্পাঙ্গনে

দীর্ঘদিন পর প্রাণ ফিরেছে কটিয়াদী শিল্পাঙ্গণে। প্রায় ২০ বছর বন্ধ থাকা শিল্পকলা একাডেমির জরাজীর্ণ ভবনটি পরিত্যক্ত ও গুদামে পরিণত হয়েছিল। তবে সদ্য নির্বাচিত একাডেমির কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণের পর সংস্কার করায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

শনিবার একাডেমি ভবন পুনরায় চালু করা হয়। একাডেমির কার্যক্রম উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। এ উপলক্ষে সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে নাচ, গান, আবৃত্তি ও নাটক মঞ্চায়নের মাধ্যমে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক উৎসব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিল্পকলা একাডেমির সভাপতি খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে ও যুগ্মণ্ডসাধারণ সম্পাদক বদরুল আলম নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, পৌর মেয়র শওকত উসমান, উপজেলা আওয়ামী লীগ নেতা মঈনুজ্জামান অপু, জেলা সিপিবির সভাপতি আবদুর রহমান রুমী, আওয়ামী লীগের যুগ্মণ্ডসাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আরিফুল হাসান উজ্জ্বল প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close