ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ভূরুঙ্গামারীতে ভিজিএফের চাল জব্দ, গ্রেপ্তার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভিজিএফের চাল কিনে গোডাউনে রাখার অপরাধে মকবুল হোসেন খবিরুল নামের এক চাল ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় দিকে ওই চাল ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানি বাদী হয়ে ৫ জনের নামে থানায় অভিযোগ করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আঙ্গারীয়া এলাকায় চাল ব্যবসায়ী খবিরুলের গোডাউন থেকে ১৪৮ মণ চাল জব্দ করা হয়। বস্তার গায়ে লেখা ছিল ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানি ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার করা চাল জব্দসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা য়েছে। শুক্রবার সকালে জয়ন্তী রানি নিজে বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ভূরুঙ্গামারী
থানায় একটি অভিযোগ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, মকবুল হোসেন খবিরুলের গোডাউন থেকে চালগুলো জব্দ করেছে পুলিশ। ভিজিএফের চাল ওই ব্যক্তি পাইকারি দামে কিনে গোডাউনে জমা করছিল। পরে বেশি দামে বিক্রি করবে।
অভিযোগ করার বিষয়টি নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম বলেন, সরকারি চাল জব্দসহ একজনকে গেপ্তার করা হয়েছে।
"