গোপালগঞ্জ প্রতিনিধি

  ১৯ মার্চ, ২০২৩

কাশিয়ানীতে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

গোপালগঞ্জের কাশিয়ানীতে এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। উপজেলার জয়নগর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান মোল্যার বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ঘটনার পর ওই শিক্ষককে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তের জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক মো. মিজানুর রহমান মোল্যা দীর্ঘদিন ধরে ছাত্রীদের যৌন হয়রানি করে আসছিলেন। গত বুধবার ক্লাস চলাকালীন এক ছাত্রীর শরীরে হাত দেন। ওই ছাত্রী বিষয়টি তাৎক্ষণিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানায়। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে মিজানুর রহমানকে স্কুল থেকে বের করে দেন প্রধান শিক্ষক। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। তবে এলাকার একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

এক ছাত্রীর অভিভাবক বলেন, ‘আমরা ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য স্কুলে পাঠিয়ে নিরাপদ মনে করি। কিন্তু শিক্ষক মিজানুর রহমানের অনৈতিক কর্মকাণ্ডে হতবাক ও লজ্জিত। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এদিকে এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। কারণ তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়। স্থানীয়রা জানান, তিনি পালিয়ে গেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসান আলী চৌধুরী বলেন, ‘ছাত্রী ও অভিভাবকের মৌখিক অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক শিক্ষককে স্কুল থেকে বের করে দেওয়া হয়। ম্যানেজিং কমিটি ও শিক্ষক কমিটি যৌথ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত শিক্ষক এলাকা থেকে পালিয়ে গেছেন। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close