শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

  ১৭ মার্চ, ২০২৩

শৈলকুপা উপজেলা ও পৌর আওয়ামী লীগ

সম্মেলনের চার মাসেও কমিটি হয়নি, ক্ষোভ-হতাশায় নেতারা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলনের পর চার মাসেও কমিটি ঘোষণা হয়নি। এ নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। আর পদপ্রত্যাশীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

জানা গেছে, গত বছরের ৮ নভেম্বর ৭ বছর পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। আর একই দিনে ১৬ বছর পর শৈলকুপা পৌর আওয়ামী লীগের সম্মেলন হয়। শৈলকুপা সরকারি কলেজ মাঠে একই মঞ্চে দলের দুটি শাখার সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সম্মেলন শেষে কমিটি ঘোষণা করা হয় না। বলা হয় ঝিনাইদহ সার্কিট হাউসে গিয়ে নেতারা সমঝোতার ভিত্তিতে কমিটি ঘোষণা করবেন। কিন্তু সেখানেও কমিটি ঘোষণা করা হয়নি। এরপর জানানো হয় ঢাকা থেকে কমিটি ঘোষণা করা হবে। কিন্তু চার মাসেও কমিটি ঘোষণা করা হয়নি। এদিকে শৈলকুপা পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী আশরাফুল আজম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী নইমুল ইসলাম প্রায় ২৬ বছর ধরে দায়িত্বে রয়েছেন। এর মধ্যে এ কমিটির অনেকেই মৃত্যুবরণ করেছেন।

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ার্দার বলেন, কমিটি ঘোষণা না হওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে।

জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম আবদুল হাকিম আহমেদ বলেন, শৈলকুপায় আওয়ামী লীগকে এগিয়ে নিতে হলে যোগ্য নেতৃত্ব প্রয়োজন। তাই দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হোক।

জেলা আওয়ামী লীগ সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই বলেন, সমঝোতার ভিত্তিতে অচীরেই উপজেলা ও পৌর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close