বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
১৭ মার্চ, ২০২৩
বাগাতিপাড়ায় বিদ্যালয়ের ভবন উদ্বোধন

নাটোরের বাগাতিপাড়ার চাঁদপুর রফাতুল্যা সোনার উচ্চবিদ্যালয়ে ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় এর উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রায় ৮৫ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হয়েছে। পাবনার প্রতিষ্ঠান সামি এন্টারপ্রাইজ কাজটির বাস্তবায়ন করেছে। ভবনটি উদ্বোধনের পর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম ঠাণ্ডু।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন