ফেনী প্রতিনিধি

  ১৭ মার্চ, ২০২৩

ফেনীতে ৪৫৯ লিটার চোরাই ডিজেল জব্দ, আটক ১

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম রেলওয়ের যাতায়াতকারী ট্রেনের চোরাই ডিজেলসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। বুধবার (১৫ মার্চ) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের নিচ থেকে তাকে ৪৫০ লিটার ডিজেল ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ আটক করা হয়।

ফেনী র‌্যাব-৭-এর অধিনায়ক জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের নিচে সন্দেহভাজন পরিবহন তল্লাশি চালাই। এ সময় ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়ন থেকে ফেনী শহরে প্রবেশের সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ৮টি তেলের গ্যালনে ৪৫০ কেজি চোরাই ডিজেল পাওয়া যায়। এ ঘটনায় গাড়ির চালক সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের বাসিন্দা মো. ইউসুফকে (৪৫) আটক করা গেলেও মূল চোরাকারবারি আবদুল মতিন (৪৪) পালিয়ে যায়।

তিনি আরো জানান, উদ্ধার হওয়া ডিজেলগুলো ফেনীর শর্শদী ইউনিয়নে রেলগাড়ি থামিয়ে চুরি করা হয়ে থাকে। পরে চুরি সিন্ডিকেটের সদস্যরা তেলগুলো ফেনী ও আশপাশের এলাকায় বিক্রি করে দেয়। বুধবার উদ্ধার হওয়া ৪৫০ কেজি ডিজেল ও চোরাই তেল পরিবহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে গাড়ির চালক ইউসুফকে আটক করা হয়।

ফেনী মডেল থানার ওসি নিজামউদ্দিন বলেন, চোরাই তেলসহ আটক করা ইউসুফকে থানায় সোপর্দ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close