নাটোর প্রতিনিধি

  ১৬ মার্চ, ২০২৩

গুরুদাসপুরে হেলাল হত্যা

মেয়রসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

পূর্ব বিরোধের জের ধরে নাটোরের গুরুদাসপুরে হেলাল সরদার হত্যায় পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) রাতে নিহত হেলাল সরদারের মা রিনা খাতুন মামলাটি দায়ের করেন। মামলা দায়ের পর মঙ্গলবার রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, মামলা দায়েরের পর উপজেলার বাজারপাড়া মহল্লার তোহা জামাদার, কাচারী পাড়া মহল্লার আকাশ আহমেদ ও তুহিন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামি গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার বেলা ১১টার দিকে গুরুদাসপুর বাজারের পরিবহন শ্রমিক অফিসের সামনে পূর্ব বিরোধের জের ধরে পৌর মেয়র সমর্থকরা হেলাল সরদারকে কুপিয়ে হত্যা করে বলে দাবি করে তার পরিবার।

এ সময় হেলাল সরদারের ছোট ভাই শিশির সরদারকেও কুপিয়ে জখম করা হয়। আশঙ্কাজনক অবস্থায় শিশিরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close