আলী আজীম, মোংলা (বাগেরহাট)

  ১৫ মার্চ, ২০২৩

নদী দূষণমুক্ত করার দাবি

মোংলায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালন

সুন্দরবন সংলগ্ন নদ-নদী দখল, দূষণ ও বিষমুক্ত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপারের সদস্যরা। বাগেরহাটের মোংলায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০টায় মোংলার দক্ষিণ কাইনমারি পশুর নদীপাড়ে আয়োজিত মানববন্ধনে এ আহ্বান জানান তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মোংলার আহ্বায়ক ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। মানববন্ধনে বক্তব্য রাখেন বাপা নেতা কমলা সরকার, মার্টিন সরকার, চন্দ্রিকা মণ্ডল, হাছিব সরদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবনের ভেতরে এবং সুন্দরবন সংলগ্ন নদ-নদী বিষে সয়লাব হয়ে গেছে। এছাড়া গবেষণায় সুন্দরবন সংলগ্ন নদ-নদীতে ১৭ প্রজাতির মাছে মাইক্রো প্লাস্টিকের কণা পাওয়া গেছে, যা মানবদেহের জন্য ক্ষতিকর। সুন্দরবনের বাপাথর জোন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন, পশুর নদীতে জাহাজডুবি এবং জাহাজের বর্জ্য নিক্ষেপের ফলে নদী দখল ও দূষণ হচ্ছে। সুন্দরবন সংলগ্ন প্রবাহমান নদী-খালে বাঁধ দিয়ে নদী দখল করা হয়েছে।

বক্তারা বলেন, সুন্দরবনের প্রাণ পশুর নদসহ সুন্দরবন অঞ্চলের নদ-নদী ও খালের জীবন্ত স্বত্তা ফিরিয়ে দিতে হবে। অপরিকল্পিত শিল্পায়ন, পরিবেশ-প্রকৃতি বিরোধী উন্নয়ন কর্মকাণ্ড, দখল ও দূষণে বিপর্যস্ত সুন্দরবন অঞ্চলের নদ-নদী ও খাল। সরকারি খালের গতি প্রবাহ সচল রেখে পরিবেশ ও জনবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। পশুর নদীতে আনফিট নৌযান চলাচলে প্রতিনিয়ত তেল-কয়লা ভর্তি জাহাজডুবির ফলে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকিতে পড়েছে।

বক্তারা আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে সংশ্লিষ্ট সকলকে সুন্দরবন এলাকার নদ-নদীকে দখল, দূষণ এবং বিষমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close