মানিকগঞ্জ প্রতিনিধি

  ১৫ মার্চ, ২০২৩

যৌতুক মামলায় যুবকের কারাদণ্ড

মানিকগঞ্জের সাটুরিয়ায় যৌতুক মামলায় জাহিদুল ইসলাম (৩০) নামে এক যুবকের এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামালা আসামির অনুপস্থিতে এ রায় প্রদান করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) একেএম নুরুল হুদা রুবেল জানান, বিয়ের পর থেকে স্ত্রী হুসনী আরা আক্তারকে বিভিন্ন সময়ে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিলেন জাহিদুল ইসলাম। এরপর ২০১৮ সালের ২৪ মার্চ সকালে শ্বশুড়বাড়ি সাটুরিয়ায় এসে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি। টাকা দিতে অস্বীকার করলে সবার সামনে স্ত্রীকে মারধর করে পালিয়ে যান জাহিদুল ইসলাম। পরদিন ২৫ মার্চ স্বামীসহ শ্বশুর-শাশুড়িকে আসামি করে মানিকগঞ্জ আদালতে মামলা করেন জাহিদুলের স্ত্রী হুসনী আরা আক্তার। পুলিশ জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করলেও বাকিরা পলাতক ছিলেন। ২০ দিন কারাভোগের পর জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান জাহিদুল। এরপর জুডিসিয়াল তদন্ত শেষে ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি জাহিদুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্শিট দাখিল করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি একেএম নুরুল হুদা রুবেল রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close