বগুড়া প্রতিনিধি
বগুড়ায় এসিড সহিংসতা নিরসনে প্রকল্প উদ্বোধন

এসিডসহ জেন্ডার ভিত্তিক সহিংসতা নিরসনের লক্ষ্যে এসিড সারভাইভারস নেটওয়ার্ক শক্তিশালীকরণ প্রকল্প উদ্বোধন হয়েছে বগুড়ায়। মঙ্গলবার (১৪ মার্চ) বিকাল ৩টায় লাইট হাউস কনফারেন্স রুমে প্রকল্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
লাইট হাউসের নির্বাহী প্রধান মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. আফসানা ইয়াসমিন, বিশেষ অতিথি ছিলেন ঢাকা এসিড ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর কেস অ্যান্ড পার্টনারসিপ মিস তাহমিনা ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহানাজ পারভীন, জেলা শিক্ষা অফিসার হযরত আলী।
সভায় বগুড়া জেলা এসিড প্রতিরোধ কমিটির সদস্যরা, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, ঢাকা এসিড সারভাইভার্স ফাউন্ডেশনের প্রতিনিধিরা, বগুড়ার এসিড ভিকটিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
"