ধামরাই (ঢাকা) প্রতিনিধি

  ০৭ ফেব্রুয়ারি, ২০২৩

ধামরাইয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি

ঢাকার ধামরাইয়ে নৈশপ্রহরী ও দুই ব্যবসায়ীকে বেঁধে রেখে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা সাত লাখ টাকা মূল্যে রড লুট করে। ডাকাতির ঘটনায় আহত হয়েছেন নৈশপ্রহরীসহ তিনজন। শনিবার (৫ ফেব্রয়ারি) রাত ২টার দিকে ধামরাই পৌর শহরের থানা বাসস্ট্যান্ডের পূর্বপাশে মেসার্স বাতেন ট্রেডার্সে এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাতেন ট্রেডার্সের মালিক আব্দুল বাতেন শনিবার রাত ১০টার দিকে নৈশপ্রহরী মোকলেছুর রহমানকে রেখে বাড়ি চলে যান। রাত ২টার দিকে ২০ সদস্যের ডাকত দল ট্রাকযোগে ওই ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি করতে আসে। এরপর ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে কর্মরত নৈশপ্রহরী মোকলেছুর রহমানকে বেঁধে মারধর করে। পরে তালা ভেঙে সাত লাখ টাকা মূল্যের রড লুট করে নিয়ে যায়। এ সময় ইব্রাহিম ও আব্দুল হাকিম নামে পাশের দুই ব্যবসায়ী এগিয়ে এলে ডাকাত দলের সদস্যরা তাদেরও মারধর করে এবং রশি দিয়ে বেঁধে মোবাইল নিয়ে যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close