ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

  ০৩ ফেব্রুয়ারি, ২০২৩

ফুলপুরে কৃষকের জমি দখল

ময়মনসিংহের ফুলপুরে অবৈধভাবে জোরপূর্বক জমি দখল করার অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেনা কৃষক মাহমুদুল হাসান।

জানা গেছে, ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের বওলা গ্রামের শরিয়ত আলী ছেলে মাহমুদুল হাসান তার সহোদর মুনসুর আলীর কাছ থেকে বওলা মৌজায় ২২২৪ নম্বর দাগে ১৩ শতাংশ জমির দানপত্রমূলে মালিক হন। মাহমুদুল হাসানের অপর সহোদর ফজর আলী ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে গত বছরের জুলাই মাসে ফজর আলী এই জমি জোরপূর্বক বেদখল করে নেয়। জমি বেদখল করতে গিয়ে জমিতে থাকা বেশ কিছু গাছপালাও কেটে চালাঘর নির্মাণ করে। এ ঘটনায় মাহমুদুল হাসান ফুলপুর থানায় ফজর আলীসহ ৪ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে ফুলপুর থানার এসআই সুমন ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা প্রত্যক্ষ করে। পরে অভিযুক্ত ফজর আলীকে অবৈধ দখল ছেড়ে দেওয়ার নির্দেশও দেন।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close