বাগেরহাট প্রতিনিধি

  ০২ ফেব্রুয়ারি, ২০২৩

‘দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে’

বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেছেন, ‘সারাদেশের ন্যায় বাগেরহাটেও মাদকে সয়লাব। সন্ত্রাস ও জঙ্গীবাদ নিয়ন্ত্রণের পাশাপাশি মাদক নির্মূলে সকলকে একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে দেশে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি দমনে জিরো ট্রলারেন্স নীতি বাস্তবায়ন করতে হবে। মেধাবীদের মেধা ভালো কাজে লাগাতে হবে। শুধু মোবাইল ফোন নিয়ে থাকলে হবে না। কারণ আজকের মেধাবীরাই আগামী দিনে দেশ ও রাষ্ট্র পরিচালনা করবে।’ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাগেরহাটে ‘উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে আয়োজক সংস্থার পক্ষ থেকে মূল বক্তব্য উপস্থাপনা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরিরেসম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার সাইদ নাসিরুল্লাহ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close