চবি প্রতিনিধি
২৮ জানুয়ারি, ২০২৩
সংক্ষিপ্ত সংবাদ
পুনর্মিলনী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৩৩ম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ‘আবার আসিবো ফিরে বর্ণিল এই প্রাঙ্গনে’ স্লোগানে প্রাক্তন শিক্ষার্থীরা মেতে উঠে মিলন মেলায়। গতকাল শুক্রবার সকাল ৮টায় সমাজ বিজ্ঞান অনুষদে ৩৩তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে সমাজ বিজ্ঞান অনুষদের মিলনায়তনে সূচনা বক্তব্য, উদ্বোধন, জাতীয় সংগীত পরিবেশন, ম্যাজিক শো, পাপেট শো, শিশুদের অংশগ্রহণ নাচ, গান ও ছড়া পরিবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন