পটুয়াখালী প্রতিনিধি
২৫ জানুয়ারি, ২০২৩
ক্রীড়া সমাপনী

পটুয়াখালীতে ৫১তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতির দুই দিনব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে শহরের পিডিএস মাঠে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ুন কবির। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাজেদুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমুখ।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন