হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
হাজীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ আটক ১

চাঁদপুরের হাজীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ মো. সোহেল নামের (২৭) এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ জানুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হলে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়। এর আগে রবিবার রাতে তাকে গাঁজাসহ আটক করা হয়।
আটক সোহেল হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামের হোসেন উদ্দিন হাজি বাড়ির (পাথরকিল্লা বাড়ি) মো. মহরম আলীর ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৯টার দিকে ওই গ্রামের চাঁদপুর-লাকসাম রেলসড়কসংলগ্ন টোরাগড়-বদরপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ থানার এসআই মো. মিসবাহুল আলম চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স। অভিযানে রেললাইনের উত্তর পাশে টোরাগড়-বদরপুর রাস্তার ওপর থেকে চিহ্নিত মাদক বিক্রেতা মো. সোহেল হোসেনের কাছ থেকে ১৯ কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য তিন লাখ ৮০ হাজার টাকা।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স। তাই পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।
"