টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ২৪ জানুয়ারি, ২০২৩

ছিনতাইকারীর হামলায় তিন পুলিশ আহত

গাজীপুরে টঙ্গীতে ছিনতাইয়ে বাধা দিতে গেলে ছিনতাইকারীর ধারালো চাকুর এলোপাতাড়ি আঘাতে টঙ্গী রেলওয়ে ফাঁড়ির তিন কনস্টেবল আহত হয়েছেন। রবিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গীর রেলওয়ে জংশনের ৬ নম্বর লাইনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২টি ধারালো চাকুসহ আক্তার হোসেন নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে ফাঁড়ি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গীর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ।

আহত পুলিশ সদস্যরা হলেন টঙ্গী রেলওয়ে ফাঁড়ির কনস্টেবল হুমায়ুন কবির, সাজবীর হোসেন, খন্দকার আকরাম হোসেন।

রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ বলেন, রবিবার বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত থাকায় টঙ্গী রেলওয়ে যাত্রী চাপ বেশি ছিল। যাত্রীদের ভোগান্তি ও দুর্ঘটনা এড়াতে টঙ্গী রেলওয়ে পুলিশ কঠোর নিরাপদ ব্যবস্থা গ্রহণ করে। বিকেলে বিশ্ব ইজতেমার একটি স্পেশাল ট্রেনে ছিনতাইয়ের চেষ্টা চালায় আক্তার নামে ওই ছিনতাইকারী। তাকে আটকের চেষ্টা করলে কর্তব্যরত ওই তিন পুলিশ সদস্যের ওপর হামলা চালায়। পরে স্থানীয়দের সাহায্যে ২টি চাকুসহ তাকে আটক করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close