ফুলগাজী (ফেনী) প্রতিনিধি

  ২৪ জানুয়ারি, ২০২৩

ফেনী-১ আসন

আলোচনায় শেখ আবদুল্লাহ

ফেনী-১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি হিসেবে আলোচনায় রয়েছেন শেখ আবদুল্লাহ। ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি শেখ আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন সভা সমাবেশে ও দলীয় কর্মকাণ্ডে অর্থ যোগান দিয়ে আসছেন। ২০১৮ সালে তিনি জোটের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়ে জনসমর্থন অর্জন করেন। তবে ভোটের ঠিক তিন থেকে চার দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

শেখ আব্দুল্লাহ ২০০১ সাল পরবর্তী সময় থেকে বিএনপির জোট সরকারের নির্মম নির্যাতনের শিকার আওয়ামী পরিবারের সদস্যদের সাহায্য সহযোগিতা করেছেন। তিনি দলের দুর্দিনে কর্মীদের সব সময় অর্থ দিয়ে সহযোগিতা করে আসছেন। তিনি বাংলাদেশ হজ ফেডারেশনের সাবেক মহাসচিব ও ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি হিসেবে বর্তমানে দায়িত্বে রয়েছেন। এ বিষয়ে শেখ আব্দুল্লাহ বলেন, ২০১৮ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আশ্বাস দিয়েছিলেন। সেই হিসেবে আমি এবার আওয়ামী লীগের মনোনয়ন চাইবো। তিনি শতভাগ আশাবাদী এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফেনী-১ আসনের জন্য মনোনীত করবেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করবেন বলেও জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close