আল-আমিন মিয়া, পলাশ (নরসিংদী)

  ২৩ জানুয়ারি, ২০২৩

শিশুদের স্কুলে ফেরাতে ইউএনওর উদ্যোগ

নরসিংদীর পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল আলম শিক্ষার্থীদের ঝরে পড়ারোধ করতে উপজেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ল্যাংগুয়েজ ক্লাব গঠনের নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি করোনায় ঝরে পড়া শিক্ষার্থীদের কীভাবে আবার লেখাপড়ায় মনোযোগী করে স্কুলে ফিরিয়ে আনা যায় এজন্য কাজ করে যাচ্ছেন তিনি। শিক্ষার মান বৃদ্ধিতে মানসম্মত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বাস্তবায়নে কীভাবে এগিয়ে যাওয়া যায় এ লক্ষ্যে তিনি প্রতিদিন শীত উপেক্ষা করে ছুটে চলেছেন উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পরিদর্শনে। স্কুলে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন, শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন ও শরীর চর্চাসহ ক্লাসে শিক্ষকরা শিক্ষার্থীদের কীভাবে পাঠদান করছেন তা তদারকি করছেন। এতে করে শিক্ষার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল আলম মানসম্মত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বাস্তবায়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করছেন। নির্বাহী কর্মকর্তার শিক্ষার ক্ষেত্রে গুণগত এ পরিবর্তন সাধন ইতিমধ্যে সব মহলের নজর কেড়েছে। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দিলরুবা ইয়াছমিন বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের উজ্জীবিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার আন্তরিকতা প্রশংসনীয়। তার নিয়মিত পরিদর্শন, পরামর্শ এবং নির্দেশনা প্রাথমিক শিক্ষাকে আরো গতিশীল করবে বলে প্রত্যাশা করছি।

এ ব্যাপারে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল আলম বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুণগত শিক্ষা হবে অন্যতম নিয়ামক। সেজন্য আমরা শিক্ষায় কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। ছাত্রছাত্রীদের উজ্জীবিত করতে শহড়ি ুড়ঁৎ ঢ়ড়ঃবহঃরধষ শীর্ষক অধিবেশন চালু করেছি। এ অধিবেশনে মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে প্রতিরোধে ছাত্রছাত্রীদের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়। এতে ছাত্রছাত্রীরা সরাসরি তার সঙ্গে তাদের মতামত শেয়ার করতে পারছে। এছাড়াও প্রতিটি বিদ্যালয়ে লাইব্রেরি কার্যক্রম বাধ্যতামূলক করা হয়েছে। জোর দেওয়া হয়েছে বই পড়ার প্রতি। আমরা ইতোমধ্যে বিতর্ক প্রতিযোগিতা চালু করেছি। যে ছাত্রছাত্রীটি সব সময় পেছনের বেঞ্চে বসে সেও যেন সামনের বেঞ্চে বসতে পারে আমরা এমন একটি পদক্ষেপ গ্রহণ করেছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close