তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

  ০৯ ডিসেম্বর, ২০২২

তিতাসে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

কুমিল্লার তিতাসে মিনরা বেগম (৭৫) নামের এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের উত্তর-পশ্চিম পাড়া সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। বুধবার (৭ ডিসেম্বর) সকালে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। মিনরা বেগম ওই গ্রামের মৃত তারা মিয়ার স্ত্রী।

জানা গেছে, মিনরা বেগমের সংসার জীবনে চার ছেলের মধ্যে বড় ছেলে মারা গেছেন আগেই। ছোট দুই ছেলে প্রবাসে থাকেন। মেজ ছেলে পরিবার নিয়ে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে থাকেন। বাড়িতে মিনরা বেগম বিল্ডিংয়ের একটি রুমে একাই থাকতেন। পাশের রুমে ছোট ছেলে ফারুকের স্ত্রী সাবিনা ইয়াসমিন পলি (৩০) তার ছেলে জিহাদ (১২) ও জিদান (৮) বসবাস করতেন। বুধবার সকালে বাড়ির লোকজন নিজ রুমে বৃদ্ধার গলা কাটা মরদেহ দেখতে পান। এরপর খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের মেজো ছেলে মো. আবুল বাসার ভাষানী বলেন, গতকাল সকালে চাচাতো ভাই ফোন করে জানায় দ্রুত বাড়িতে আসার জন্য। গিয়ে দেখি কে বা কারা মাকে গলা কেটে হত্যা করেছে। ছোট ভাইয়ের স্ত্রী পলি মায়ের দেখাশোনা করতেন। আমাদের কোনো শত্রু নেই। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close