দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

  ০৯ ডিসেম্বর, ২০২২

দুর্গাপুরে হাতির পায়ের নিচে পড়ে কৃষকের মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বন্যহাতির পায়ে পৃষ্ট হয়ে বুনেশ রিছিল (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বুনেশ রিচিলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা নাঈম পাঠান জানান, বুধবার ভারত সীমান্তের ওপার থেকে বিজয়পুর জিরো পয়েন্টে ৪০টির মতো বন্য হাতির পাল প্রবেশ করে। স্থানীয়রা রাত ৯টার দিকে একত্রিত হয়ে মশাল জ্বালিয়ে হাতির দলকে তাড়াতে বের হয়। এ সময় বুনেশ রিছিল পালের একটি হাতির পায়ে চাপা পড়ে পৃষ্ট হন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে রেফার্ড করেন। ওইখানে যাওয়ার পথে রাত সাড়ে ১০ দিকে তিনি মারা যান।

দুর্গাপুরের ইউএনও মো. রাজীব উল আহসান সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের শেষকৃত্যের জন্য পরিবারের হাতে ১০ হাজার টাকা প্রদান করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close