ছায়েদ আহমেদ, হাতিয়া (নোয়াখালী)

  ০৮ ডিসেম্বর, ২০২২

হাতিয়ায় সাত বছরেও হয়নি দুর্যোগ ভবন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ভবন নির্মাণের জন্য স্থান নির্বাচনের সাত বছরেও নির্মিত হয়নি দুর্যোগ ভবন। দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে সার্বিক ব্যবস্থাপনা কার্যক্রম ত্বরান্বিত করা এবং উপজেলার দুর্যোগ কবলিত ইউনিয়নসমূহে দ্রুত ত্রাণসামগ্রী ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যা উপকূলীয় এলাকা বিশেষ করে দ্বীপ উপজেলা হাতিয়ার জন্য গুরুত্বপূর্ণ।

স্থান নির্বাচনের সাত বছরেও কেন ভাবনটি বাস্তবায়ন হয়নি সে সম্পর্কে হাতিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, উপজেলা পরিষদের মাসিক সভার সিদ্ধান্তের ভিত্তিতে ইউডিএমআইসি ভবনের জন্য ২০১৫ সালে স্থান নির্বাচন করে আমরা আবেদন পাঠিয়েছি। অনেক উপজেলায় ভবন বাস্তবায়নও হয়ে গেছে। কিন্তু আমাদেরটা কেন হচ্ছে না, সেটা অধিদপ্তর-ই ভালো জানে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক বলেন, সাত বছর আগের বিষয়, এটা আসলে আমার জানা নেই। ফাইলটি কোথায় পড়ে আছে তা আমি খুঁজে দেখব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close