রংপুর ব্যুরো

  ০৮ ডিসেম্বর, ২০২২

রংপুরে প্রতিবন্ধী দিবস পালিত

আন্তর্জাতিক নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ প্রচার অভিযান পক্ষ উপলক্ষে রংপুরে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৭ ডিসেম্বর) নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী ও কমিউনিটির শিক্ষার্থীদের অংশগ্রহনে পালিত হয় দিবসটি।

এ সময় বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয় ও কমিউনিটির শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় চিত্রাঙ্কন, ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে রূপান্তরমূলক সমাধান: সকলের জন্য সমতার বিশ্ব বিনির্মাণে উদ্ধাবনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অধ্যক্ষ রায়হান শরিফ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close