গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

  ০৭ ডিসেম্বর, ২০২২

সম্মাননা পেলেন গৌরীপুরের ইউএনও

ময়মনসিংহের গৌরীপুরে মাদক নির্মূলে বিশেষ অবদান রাখায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফকে সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে এক কর্মশালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে এ সম্মননা দেওয়া হয়।

এর আগে সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম, খ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর, এসিল্যান্ড মোসা. নিকহাত আরা, গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ডা. হেলাল উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম প্রমুখ।

হাসান মারুফের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায়। তিনি ২০২০ সালের আগস্টে গৌরীপুর উপজেলায় যোগদানের পর মাদক নির্মূলে শতাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। সাজা ও জরিমানা করেছেন মাদক বিক্রেতা ও সেবনকারীসহ দুই শতাধিক জনকে। উদ্ধার করেছেন বিপুল পরিমাণ মাদক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close