মানিকগঞ্জ প্রতিনিধি

  ০২ ডিসেম্বর, ২০২২

নবজাতকের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাঁচা বাজারের সামনে থেকে এক নবজাতকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শহরের শহীদ স্মরণী সড়কের পৌরসভা বাসস্ট্যান্ডের পৌর বহুমুখী আদর্শ কাঁচা বাজারের সামনে থেকে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নবজাতক ছেলে না মেয়ে পুলিশ তা বলতে পারেনি।

পুলিশ জানায়, বাসস্ট্যান্ড এলাকার পৌর বহুমুখী আদর্শ কাঁচা বাজারের সামনে সড়কের পাশে গাড়ির চাকায় পিষ্ট হওয়া একটি কাপড়ের পুটলি থেকে রক্ত বের হতে দেখে পুলিশে খবর দেন ব্যবসায়ীরা। খবর পেয়ে রক্তাক্ত কাপড়ের ভেতর থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, কে বা কারা নবজাতকে ফেলে গেছে সেটি জানতে পুলিশ কাজ করছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে জড়িতদের ধরতে পারবো। এ বিষয়ে সদর থানায় একটি ইউডি মামলা করা হবে। নবজাতকের বয়স দু-একদিন হবে বলেও তিনি জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close