সালাহউদ্দিন শুভ, কমলগঞ্জ (মৌলভীবাজার)

  ০২ ডিসেম্বর, ২০২২

যন্ত্রের সুফল পাচ্ছেন কৃষক

মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষিতে বেড়েছে আধুনিক যন্ত্রের ব্যবহার। চলতি আমন মৌসুমে উপজেলার কৃষকেরা কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে জমি থেকে ধান কাট, মাড়াই করছেন। ফলে একদিকে সময় ও খরচ কমে গেছে, অন্যদিকে শ্রমিক সংকট কিছুটা দূর হচ্ছে। উপজেলার কৃষকেরা জানান, বিশেষ করে আমন মৌসুমে শ্রমিক সংকট দেখা দেয়। সময়মতো ধান কাটা, মাড়াই করা যায় না। আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার দিনদিন বাড়ছে। কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে একসঙ্গে ধান কাটা, মাড়াই করা যাচ্ছে। এতে করে কৃষকদের খরচ ও সময় অনেক কম লেগেছে। পতনঊষার ইউনিয়নের কৃষক মজনু মিয়া বলেন, শ্রমিক সংকটের কারণে ধান কাটতে আমার বিলম্ব হয়েছে। পরে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে এক একর জমির ধান কাটা ও মাড়াই করেছি চার হাজার ৮০০ টাকা দিয়ে। এতে আমার কিছু খরচ, সময় ও শ্রমিক সংকট দূর হয়েছে।

কমলগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, এ উপজেলায় ১১টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন আছে। একদিনে আট থেকে ১০ একর জমির ধান কাটা ও মাড়াই এবং পরিষ্কার করতে পারে। এতে কৃষকে খরচও কম হয় অন্যদিকে শ্রমিক সংকট দূর হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close