নওগাঁ প্রতিনিধি

  ৩০ নভেম্বর, ২০২২

নওগাঁয় ৩ কোটি টাকার মাদক ধ্বংস

বিজিবির অভিযানে নওগাঁ, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে গত তিন বছরে জব্দ করা দুই কোটি ৯০ লাখ আট হাজার ১৬০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে জেলার পত্নীতলা উপজেলায় ১৪ বিজিবি ব্যাটালিয়ন চত্বরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। প্রধান অতিথি ছিলেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান।

ধ্বংস করা মাদকের মধ্যে ছিল ৯০৯ পিস ইয়াবা, ছয় হাজার ৫০১ বোতল ভারতীয় মদ, ১৭৯ কেজি গাঁজা, ২৪ হাজার ২০৫ বোতল ফেনসিডিল, পাঁচ হাজার ৭৪৬ পিস ট্যাবলেট, ১০ হাজার ৮৬০ বোতল নেশা জাতীয় সিরাপ, ১১ হাজার ৮৪৮ পিস নেশা জাতীয় ইনজেকশন, ৭৭ পুরিয়া হেরোইন, ১৬৫ কেজি গুড়া তামাক, ৪১ হাজার ১৭২ প্যাকেট পাতার বিড়ি এবং ২১ কেজি টেন্ডু বিড়ির পাতা। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির রাজশাহীর বিভাগের সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ, নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার রাশিদুল হক, নওগাঁ ১৪ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল হামিদ উদ্দিন, ১৬ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ। ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান বলেন, সমন্বিতভাবে সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। সরকার সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে আরো সম্প্রসারিত করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close