নরসিংদী প্রতিনিধি

  ২৯ নভেম্বর, ২০২২

দূষণের দায়ে ৩ ভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

নরসিংদীতে পরিবেশ দূষণের দায়ে তিনটি ইটভাটাকে মোট ১৫ লক্ষ টাকা আর্থিক জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং। সোমবার (২৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. নাজমুল হুদা।

নরসিংদী পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে শিবপুর ও মনোহরদীতে এই অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে শিবপুর উপজেলার বড়ইতলা এলাকার মেসার্স কেবিএম ব্রিকস ফিল্ড, মনোহরদী উপজেলার হরিনারায়ণপুরের এএফটি ব্রিক ফিল্ড ও একই এলাকার আরএফএস ব্রিক ফিল্ডের প্রত্যকটিকে ৫ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরএফএস নামের ভাটার প্রায় দুই লাখ কাঁচা ইট নষ্ট করে দেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close