রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
২৭ নভেম্বর, ২০২২
রাজাপুরে দুস্থরা পেল চিকিৎসা সহায়তা

ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়ায় ৪৬ জনকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চিকিৎসা সহায়তার ২১ লাখ ৬০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এম মনিরুজ্জামান মনিরের উদ্যেগে দরিদ্র মানুষের মাঝে এ চেক বিতরণ করা হয়। শনিবার কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটির সদস্য ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালক এম মনিরুজ্জামান মনির উপস্থিত থেকে রাজাপুর ও কাঁঠালিয়ার ৪৬ জনের হাতে সহায়তার চেক তুলে দেন। রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এ এইচ এম খায়রুল আলম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডেজলিং তালুকদার প্রমুখ।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন