নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

  ২৫ নভেম্বর, ২০২২

নিকলীতে শিক্ষাতরী

কিশোরগঞ্জের নিকলীতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মূল্যবোধ, গণিত ও বিজ্ঞান বিষয়ে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে শিক্ষাতরী উদ্বোধন করা হয়েছে। উপজেলার দামপাড়ায় বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে শিক্ষাতরী উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাকিল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক শিক্ষাতরী কর্মসূচি (বাদাঘাট, সুনামগঞ্জ, সিলেট) প্রজেক্ট ম্যানেজার প্রদীপ কুমার রায়, ব্র্যাক শিক্ষাতরী প্রোগ্রাম অর্গানাইজার মো. সোহেল মোল্যা, উত্তর দামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আবুল হাসেম, নরসুন্দা কিন্ডার গার্টেনের পরিচালক মো. মাহবুবুর রহমান প্রমুখ। হাওরপাড়ের শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা কার্যক্রমে আগ্রহী করতেই এ উদ্যোগ।

শিক্ষার্থীরা জানায়, আমরা শিখেছি কীভাবে দিন-রাত হয়, ভারী জিনিস কীভাবে উপরে উঠাতে হয়, প্রতিফলন কীভাবে হয়, দূরের জিনিস কীভাবে কাছে দেখা যায়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাকিল আহমেদ জানান, বিজ্ঞানমনস্ক জাতি হিসেবে গড়ে ওঠার জন্য এই তিনটি শিক্ষাতরী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষাতরীতে বিজ্ঞানমনস্ক শিক্ষার্থী তৈরি, গণিত ভীতি কাটানোর পাশাপাশি নৈতিক মূল্যবোধ সম্পর্কে ধারণা পাবে শিক্ষার্থীরা।

প্রতিটি তরীতে দুজন শিক্ষকের তত্ত্বাবধানে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৩০ শিক্ষার্থী ব্যবহারিক শিক্ষা গ্রহণ করছে। ফলে পুঁথিগত বিদ্যার চেয়ে বাস্তবধর্মী শিক্ষায় আগ্রহ বাড়ছে। বিজ্ঞান, গণিত ও মূল্যবোধের বাস্তবসম্মত জ্ঞান অর্জনে শিক্ষা তরীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close