টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ২৫ নভেম্বর, ২০২২

টঙ্গীতে ডিস বিল নিয়ে বিরোধে হামলা, আটক ১

গাজীপুরের টঙ্গীতে বকেয়া ডিস বিল নিয়ে বিরোধের জেরে দুই ব্যবসায়ীর ওপর হামলা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে টঙ্গী দত্তপাড়া রসুলবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এতে ডিস ব্যবসায়ী ইয়াছিন পাঠান সেন্টু (৪০) ও মারুফ আহম্মদ (২৫) গুরুত্ব আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বিপ্লব হোসেনকে আটক করেছে।

ভুক্তভোগী ইয়াছিন পাঠান সেন্টু জানান, দত্তপাড়া রসুলবাগের মৃত আ. রব মিয়ার ছেলে বিপ্লব, আনোয়ার মিয়ার ছেলে বাবু, কালু মিয়ার ছেলে বাবু, আ. রবের ছেলে রঞ্জু মিয়া, কালু মিয়ার ছেলে মনির ও বিপ্লবের স্ত্রী কুলসুম দীর্ঘদিন ধরেই ডিস বিল পরিশোধ না করেন না। ডিস ব্যবসায়ী বিল চাইতে গেলেই তারা দেশিয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এর আগেও তারা হামলা করেছিলো।

বৃহস্পতিবার দুপুরে দত্তপাড়া রসুলবাক থেকে ডিস অফিসে যাওয়া পথে পূর্বপরিকল্পনা অনুযায়ী অভিযুক্তরা আবারও দেশীয় অশ্ব নিয়ে ইয়াছিন পাঠান সেন্টুর ওপর হামলা চালায়। এ সময় সেন্টুর মেয়ে জামাতা তাকে বাঁচানোর চেষ্টা করলে তাকেও মারধর করে হামলাকারীরা।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, এবিষয়ে থানায় অভিযোগ হয়েছে। একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close