রাজবাড়ী প্রতিনিধি

  ২২ নভেম্বর, ২০২২

রাজবাড়ীতে ককটেল উদ্ধার ছাত্রদল-যুবদলের

১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রাজবাড়ীতে বিএনপি কার্যালয়ের পাশ থেকে ককটেল উদ্ধারের ঘটনায় ছাত্রদল ও যুবদলের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। রবিবার রাতে সদর থানার এসআই মো. সেলিম বাদী হয়ে এ মামলা করেন।

মামলার আসামিরা হলো- জেলা যুবদলের আহ্বায়ক সাবেক ভিপি খায়রুল আনাম বকুল, রাজবাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন সম্রাট, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আরিফ, ছাত্রদল নেতা মনোয়ার হোসেন মিন্টু, গোলাম মহিউদ্দিন আহমেদ গিটার, মো. রকি, মো. মাসুদ, হাসান মিজি, শাহিনুর রহমান শাহিন ও মো. রিফাত।

রবিবার বিকেলে জেলা ছাত্রদলের বিক্ষোভ শেষে জেলা বিএনপির কার্যালয়ের পাশে মেহগনি বাগান থেকে সাতটি ককটেল উদ্ধার করে পুলিশ। বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে গেলে তারা পুলিশের ওপর হামলা করে। পরে অবিস্ফোরিত অবস্থায় সাতটি ককটেল উদ্ধার করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close