বেনাপোল (যশোর) প্রতিনিধি

  ২১ নভেম্বর, ২০২২

শাহজাদপুর সীমান্তে মাটি খুঁড়ে মিলল ৮০ সোনার বার

যশোরের শাহজাদপুর সীমান্ত থেকে ৮০টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে কাউকে আটক করতে পারেনি তারা। শনিবার (১৯ নভেম্বর) রাতে চৌগাছা থানার কাশিপুর-শাহজাদপুর সড়কের পাশে একটি মরিচ খেতের মাটি খুঁড়ে এসব সোনা উদ্ধার করা হয়। এ ঘটনায় চৌগাছা থানায় দুজনকে আসামি করে মামলা করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯ কেজি ৩১০ গ্রাম।

যশোর-৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সোনার একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে চৌগাছার শাহজাদপুর সীমান্তে নিয়ে যাবে। পরে কাশিপুর-শাহজাদপুর সড়কের পাকা রাস্তার পাশে একটি মরিচ খেতে অভিযান চালিয়ে দুজন সন্দেহভাজন কৃষককে গতিরোধ করলে তারা ভারতের দিকে পালিয়ে যায়। পরে ওই মরিচ খেতের মধ্যে পুঁতে রাখা ৮০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close