ধামরাই (ঢাকা) ও কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

  ২১ নভেম্বর, ২০২২

ধামরাইয়ে স্বামীর হাতে স্ত্রী খুন

কুমারখালীতে মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে স্বামীর বিরুদ্ধে জুলেখা বেগম (৫০) নামের এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকেই স্বামী কোহিনূর ইসলাম পলাতক রয়েছে। রবিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার কুল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকার এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন এসআই মো. রবিউল হক।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে রবিবার স্বামী কোহিনূর ইসলাম ও স্ত্রী জুলেখা বেগমের মধ্যে ঝগড়া হয়। এর একপর্যায়ে স্বামী লাঠি দিয়ে মাথায় আঘাত করলে জুলেখা পড়ে মারা যায়। এঘটনার পর স্বামী কোহিনুর বাড়ি থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানান, নিহতের ছেলে এবং ভাইকে থানায় দেখা করতে খবর দেওয়া হয়েছে।

এদিকে কুষ্টিয়ার কুমারখালী প্রতিনিধি জানান, কুমারখালীতে সামছুল আলম (৭০) নামের একজন বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ নভেম্বর) বিকালে উপজেলার সদকী ইউনিয়নের দড়ি বাটিকামারা গ্রামের দ্বিতীয় স্ত্রী রেশমা খাতুন ওরফে নুপুরের (২৪) বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সামছুল আলম উপজেলার চাদপুর ইউনিয়নের নিয়ামতবাড়িয়া গ্রামের মৃত গোলাম সরোয়ারের ছেলে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে বীর মুক্তিযোদ্ধার মেয়ে সারবিনা আলম ও স্বজনরা অভিযোগ করে বলেন, ‘অর্থের লোভে মোটা অংকের কাবিনে ফাঁদে ফেলে সামছুল আলমকে জোরপূর্বক বিয়ে করে রেশমা। বিয়ের পর থেকেই টাকার জন্য নিয়মিত তাকে মারিপট করত। শনিবার রাতে বাবাকে মারপিট করে হত্যা করা হয়েছে। তার শরীরে একাধিক স্থানে আঘাতের চিহৃ রয়েছে। আমরা এর উপযুক্ত বিচার চাই।’

এদিকে রেশমা খাতুন বলেন, ‘তিনি (স্বামী) প্যারালাইসিস রোগী ছিলেন। গত শনিবার রাত ৩টার দিকে নিজকক্ষে চেয়ার থেকে মেঝেতে পড়ে আহত হন। রবিবার সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আমি তাকে মারিনি।’

কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন বলেন, রবিবার বিকেল ৫টার দিকে খবর পেয়ে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে সন্দেহজনক ক্ষত রয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close