পাবনা প্রতিনিধি

  ০৮ অক্টোবর, ২০২২

পাবনায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেল ৬০০ দুস্থ

পাাবনা ডায়াবেটিক সমিতির চিকিৎসকদের সহযোগিতায় মাসব্যাপী জেলার বিভিন্ন উপজেলার দুস্থ অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষধ বিতরণ কার্যক্রম চলছে।

পাইওনিয়ার লায়ন্স ক্লাবের উদ্যোগে শুক্রবার (৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুজানগর উপজেলা হাটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়।

এ সময় পাবনা পাইওনিয়ার লায়ন্স ক্লাবের সভাপতি ডা. আমিরুল ইসলাম হেলাল, সাধারণ সম্পাদক মো. ইউনুস কলি, পাবনা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক লায়ন ডা. মোশারফ হোসেন রিজিওন চেয়ার পার্সন হেড কোয়াটার লায়ন কাজী রফিকুল আলম, লায়ন ইউনুস আলী বিশ্বাস, লায়ন রফিকুল ইসলাম চৌবে ডাবলু, লায়ন মো. আ. রাজ্জাক, লায়ন মো. আনোয়ার হোসেন আফজাল, লায়ন রাসেদুল ইসলাম সনম ও যুগ্ন সম্পাদক লায়ন মো. ফজলুল হক সুমনের উপস্থিতিতে ক্যাম্পিং সম্পন্ন করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close