ঝিনাইদহ প্রতিনিধি

  ০৫ অক্টোবর, ২০২২

সোনা চোরাচালান মামলার ২ জনকে ১০ বছরের জেল

সোনা চোরাচালান মামলায় ঝিনাইদহের একটি আদালত দুই আসামিকে ১০ বছর করে কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার (০৪ অক্টোবর) দুপুরে জেলা সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এই রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দৌলতগঞ্জ দেয়াড়াপাড়ার শ্রী ষষ্টি কর্মকারের ছেলে সুনীল কর্মকার ও একই উপজেলার বাজারপাড়ার মৃত ফয়জুল্লাহ মোল্লার ছেলে ওবাইদুল্লাহ।

রায় সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৪ মার্চ কোটচাঁদপুর থানা পুলিশ জেআর পরিবহনে এক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১১৫০ গ্রাম ওজনের সোনার গহনা জব্দ করে। এ সময় গ্রেপ্তার হয় সোনা বহনকারী সুনীল কর্মকার। জিজ্ঞাসাবাদে তিনি জানান, এই সোনার মালিক জীবননগরের ওবাইদুল্লাহ। পরে পুলিশ বাদী হয়ে দুজনের নামে মামলা করে। রাষ্ট্রপক্ষে পিপি অ্যাডভোকেট ইসমাইল হোসেন ও আসামির পক্ষে মো. বদিউজ্জামান মামলাটি পরিচালনা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close