মানিকগঞ্জ প্রতিনিধি

  ০৫ অক্টোবর, ২০২২

রান্নাঘরের চুলা থেকে আগুন দগ্ধ বৃদ্ধার মৃত্যু

মানিকগঞ্জে রান্নাঘরের চুলা থেকে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ হয়ে রাজিয়া খাতুন (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৪ অক্টোবর) দুপুর ২টায় সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ভাটারায় এ ঘটনাটি ঘটে। নিহত রাজিয়া খাতুন ওই এলাকার মৃত শাকের মোল্লার স্ত্রী।

স্থানীয়দের বরাতে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের টিউটি অফিসার মনির হোসেন জানান মঙ্গলবার দুপুরে রান্নার করার পর অসাবধনতা বসত চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে দুটি রান্না ঘরসহ একটি টিনের ছাপড়া ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ছাপড়া ঘরে থাকা রাজিয়া খাতুন আগুনে দগ্ধ হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন নেভানো হয়েছে।

নিহতের নাতি শাহিনুর রহমান জানান আগুনের ঘটনায় দুটি রান্না ঘর, একটি ছাপড়া ঘর ও ১৪টি চালের বস্তাসহ প্রায় ১ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close