গাইবান্ধা প্রতিনিধি

  ০৩ অক্টোবর, ২০২২

নৌকার ইঞ্জিনে কাপড় প্যাঁচিয়ে মাঝির মৃত্যু

গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে নৌকা চালানোর সময় গলায় থাকা কাপড় ইঞ্জিনের সঙ্গে পেঁচিয়ে জেলাল উদ্দিন (৩৫) নামের এক মাঝির মৃত্যু হয়েছে। রবিবার ভোরে ব্রহ্মপুত্র নদের জোগারপাড়য় এ ঘটনা ঘটে। জেলাল উদ্দিন ওই উপজেলার উড়িয়া ইউনিয়নের মধ্য উড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, জেলাল উদ্দিন রবিবার ভোরে গরুর ঘাস কাটার জন্য ব্রহ্মপুত্র নদের কালাসোনার চরের উদ্দেশ্যে বাড়ি থেকে ইঞ্জিনচালিত ছোট নৌকা নিয়ে একাই বের হয়ে যান। কয়েকদিন থেকে শ্বাসকষ্টের সমস্যা থাকায় তিনি গলায় একটি ওড়না জড়িয়ে ছিলেন। পথিমধ্যে অসাবধানতাবশত গলায় জড়ানো ওড়নার সঙ্গে নৌকার ইঞ্জিনের চাকায় (শ্যাপে) প্যাঁচ লেগে যায়। এ সময় শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close