শেরপুর (বগুড়া) প্রতিনিধি

  ০১ অক্টোবর, ২০২২

শেরপুরে অভি হত্যা

ছাত্রলীগ ও যুবলীগের ১৭ জনের নামে মামলা, আটক ৫

শেরপুর পৌর শহরের নয়াপাড়ায় কাউছার মর্তুজা অভি হত্যার ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের নামীয় ৮ জনসহ অজ্ঞাত আরও ৯ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে নিহতের স্ত্রী বাদি হয়ে মামলাটি করেন। এ ঘটনায় আরিফুর রহমান শুভ, রিয়াজুল ইসলাম বাপ্পি, হিমেল, সোহাগ ও জাহিদ হোসেনকে আটক করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, পৌর শহরের মৃত শেখ হোসাইন কাউছার ফুয়ার ছেলে আওয়ামী লীগ নেতা মর্তুজা কাউছার অভির সঙ্গে পৌর শহরের নয়াপাড়ার মো. নুরুল ইসলামের ছেলে মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও স্থানীয় ছাত্রলীগ নেতাদের হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। গত বুধবার সন্ধ্যা ৬টায় অভি উপজেলা নয়াপাড়া এলাকায় মুজাহিদ কার ওয়াশ সেন্টারে গেলে তাকে দেশিয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজা আকতার লিমা বাদি হয়ে ১৭ জনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতে থানায় হত্যা মামলা করেন।

ওসি মো. আতাউর রহমান খোন্দকার বলেন, হত্যা মামলার ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close