আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
আলফাডাঙ্গায় গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় চার কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মমতাজ বেগম ও আমিনুর মল্লিক সম্পর্কে মা-ছেলে। তাদের বাড়ি উপজেলার বুড়াইচ ইউনিয়নের পানিপাড়া গ্রামে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার পানিপাড়া গ্রামের পূর্বপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাতে একদল পুলিশ রনপাহারা ডিউটিতে ছিলেন। তারা গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে উপজেলার পানিপাড়ায় বসতঘর থেকে খাকি কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় দুই প্যাকেটে চার কেজি গাঁজা জব্দ করেন। এ সময় ছেলে আমিনুর মল্লিক ও তার মা মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে উপপরিদর্শক মো. ফরহাদ শেখ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর সারনির ক্রমিক নং ১০ (ক) ধারায় মামলা হয়েছে।
"