সিরাজগঞ্জ প্রতিনিধি

  ৩০ সেপ্টেম্বর, ২০২২

সিরাজগঞ্জে মূসক চালানবিহীন বিড়ি জব্দ

সিরাজগঞ্জের শাহজাদপুর এবং বেলকুচি উপজেলার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে মূসক চালান বিহীন ১,১৪,০৫০ শলা বিড়ি জব্দ করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী কাস্টমসের বিভাগীয় কর্মকর্তা রেজ্জাকুল হায়দার চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় রাজস্ব কর্মকর্তা রেজাউল করিমসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মুসক চালান ছাড়া প্রতি প্যাকেট বিড়ি বিক্রি করা হয় মাত্র ৬ টাকায়। মূসক চালানসহ সরকার নির্ধারিত প্রতি প্যাকেট বিড়ির দাম ১৮ টাকা। এতে বিরাট অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এ ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে জানান কাস্টমস।

সিরাজগঞ্জ কাস্টমসের বিভাগীয় কর্মকর্তা রেজ্জাকুল হায়দার চৌধুরী জানান বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে মূসক চালানবিহীন বিড়ি জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close