শ্রীমঙ্গল (মৌলভীবীবাজার) প্রতিনিধি

  ২৭ সেপ্টেম্বর, ২০২২

শ্রীমঙ্গলে গলাকাটা শিশু নবজাতকের মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে সুমাইয়া আক্তার (৮) নামের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ডোবা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই দিনে গলায় ফাঁস দিয়ে এক রিকশাচালকের আত্মহননের খবর পাওয়া গেছে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার হোসনাবাদ চা বাগানের ১নং সেকশন থেকে সুমাইয়া আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। সে ওই বাগানের কামাল মিয়ার কন্যা ও হাপরাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

পুলিশ জানায়, রবিবার বেলা ১১টার দিকে শিশুটি বাড়ির পাশে স্থানীয় একটি বাগানে রাবার বীজ সংগ্রহের জন্য যায়। সন্ধ্যা গড়িয়ে গেলে বাড়ি না ফেরায় রাতে স্থানীয়রা খোঁজ করলে সেখানকার একটি মাটির গর্তের মধ্যে তাকে দেখতে পায়। শিশুটিকে কে বা কারা গলা কেটে হত্যা করে ওই গর্তে ফেলে উপরে আগাছা দিয়ে ঢেকে রাখে। খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানায়, এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে। শিশুটির মা ওমান প্রবাসী বলে জানা গেছে। শিশুর প্রতি এমন নিশংসতায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমেছে।

এদিকে, সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ভৈরবগঞ্জ বাজারের দিলীপ কমপ্লেক্স এলাকায় ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের কালভার্টের নীচের ডোবা থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, শিশুটির বয়স ২ থেকে ৩ দিন। শিশুটির শরীর ফুলে পানিতে ভেসে উঠে।

স্থানীয় ইউপি সদস্য লোকমান মিয়া থানায় খবর দিলে পুলিশ গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। শ্রীমঙ্গল থানার এসআই ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নবজাতকের পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছি।

অপর দিকে, শহরের শাহীবাগ এলাকায় গলায় ফাঁস দিয়ে এক রিক্সাচালকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে পুলিশ গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে। নিহতের নাম কামাল মিয়া (৪৩) তিনি পেশায় রিক্সাচালক। এসআই আলাউদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, মাদক সেবন ও পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close